প্রথমে www.shakkho.com.bd পোর্টাল অথবা Shakkho এ্যাপ-এ যেতে হবে। অতঃপর রেজিস্ট্রেশন
বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজ-এ যেতে হবে। এবার নির্ধারিত টেক্সট বক্সে নাম
এবং মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। এসময় আপনার
মোবাইলে ৬ সংখ্যার OTP নম্বর টেক্সট হিসেবে যাবে। OTP ভেরিফিকেশন শেষ হলে
পাসওয়ার্ড প্রদান করতে হবে। এক্ষেত্রে OTP নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার
করা যাবে অথবা নিজের মত পাসওয়ার্ড প্রদান করা যাবে। এভাবে রেজিস্ট্রেশন
কার্যক্রম সম্পন্ন হবে।